আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, চলমান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষ খুশি হলেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। কারণ বিএনপি নেতারা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। তারা বিদেশে টাকা পাচার করেছে। ক্ষমতায় থাকতে হাওয়া ভবন করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কোন হাওয়া ভবন তৈরি হয়নি। এটাই তাদের ভয়।
আজ বুধবার নিলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে কাজের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বীতায় বিশ্বাস করে। সুতরাং প্রতিহিংসা ভুলে গিয়ে মানুষের ভালোবাসা, মানুষের স্নেহ-মায়া, মমতার মাধ্যমে কাজ করতে হবে।
এক সময়ের মঙ্গাপীড়িত উত্তরাঞ্চল এখন উন্নয়নের দৃষ্টান্ত উল্লেখ করে বিএম মোজাম্মেল হক বলেন, বিএনপির আমলে উত্তরাঞ্চলে বিশেষ করে কুড়িগ্রামের অবস্থা ভয়াবহ ছিল। দিনের পর দিন মানুষকে না খেয়ে থাকতে হতো। পেটের জ্বালায় অনেকেই বিপথে চলে গিয়েছিল। গরিব মানুষের কঙ্কালসার চেহারা আমরা দেখেছি। না খেয়ে মানুষ পর্যন্ত মারা গেছে। এখন আর সেই মঙ্গা নেই। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসেই উত্তরাঞ্চলের মঙ্গা দূর করতে তিনি নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার