বগুড়ার সোনাতলা উপজেলা সদরে দীর্ঘ ১৫ বছর আগে প্রতিষ্ঠিত জালাল উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজটি আজও এমপিওভুক্ত হয়নি। ফলে ওই প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
২০০৫ সালে বগুড়ার সোনাতলা উপজেলা সদরে প্রতিষ্ঠিত হয় জালাল উদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। কলেজটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠাকালীন সময়ে ৪টি ট্রেড অনুমোদন দেয়। প্রতিটি ট্রেডে ৪০ জন করে শিক্ষার্থী রয়েছে। প্রতিনিয়ত শিক্ষার্থী ও শিক্ষকরা শিক্ষার আলো ছড়িয়ে গেলেও নেই তাদের মনে আনন্দ। দিনের পর দিন, মাসের পর মাস এভাবে দীর্ঘ ১৫টি বছর অতিবাহিত হলেও আজও কলেজটি এমপিওভুক্ত হয়নি। তবে প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, তারা প্রতিদিন জেলা সদর থেকে পাঠদান করানোর জন্য ওই প্রতিষ্ঠানে আসেন। এছাড়াও তারা আরও জানান, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এই মানুষ গড়ার কারিগরদের ক্ষুধার্ত রেখে জাতি ভালো কিছু আশা করতে পারে না।
কলেজের অধ্যক্ষ একেএম আহসানুল মোমেনিন সোহেল জানান, বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন। যমুনা ও বাঙালী নদী বেষ্টিত সোনাতলা উপজেলার খেটে খাওয়া লোকজনের ছেলেমেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা জরুরী।
বিডি-প্রতিদিন/শফিক