ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার ও হালুয়াঘাট থানার এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভেজাল বিরোধী অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৫৩) ধারায় অবনী বেকারিকে তিন হাজার, আশিক বেকারিকে তিন হাজার ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে অপরিচ্ছন্নতা ও পলিথিন রাখার দায়ে দুই হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০০৯ এর (৫১) ধারায় মুকুল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক