সাভারের হেমায়েতপুরের সালেহপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনের একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহত ওই নারী একজন সরকারি কর্মকর্তা।
বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এএসআই অজিত কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাভারগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গিয়ে বিপরীতে দিকে থাকা ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান ও আহতাবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ট্রাক ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম