নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনার প্রধান আসামি সন্ত্রাসী বল্টু আমজাদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে বন্দরের লক্ষণখোলা এলাকা থেকে বল্টু তাকে গ্রেফতার করা হয়।
বল্টু আমজাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই কামরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালমন্দের প্রতিবাদ করায় ২৮ জুন বন্দরে সন্ত্রাসী বল্টু আমজাদের নেতৃত্বে প্রকাশ্যে শাহীন নামের এক রং মিস্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে ৩ জুলাই রাতে বন্দর থানা পুলিশ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আড়ালিয়া এলাকা থেকে বল্টু আমজাদের ছেলে আপন (১৯) ও ভাতিজা আকাশকে (২১) গ্রেফতার করে। তাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
বিডি প্রতিদিন/কালাম