কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সোহাগ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার ভাগজোত তালতলা কলোনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভাগজোত কলোনিপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে সোহাগ (৭) বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে বন্যার পানিতে পড়ে যায়। পরে সন্ধ্যায় তার লাশ ভেসে উঠে।
বিডি প্রতিদিন/কালাম