নতুন বিকাশর অ্যাপ “একাউন্ট খুলুন মিনিটেই”আত্মপ্রকাশ উপলক্ষে নাটোরে র্যালি এবং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় শহরের স্টেশন বাজারে অবস্থিত স্থানীয় পরিবেশক শাওন ট্রেডিং কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে স্টেশন বাজারে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন বিকাশর অ্যাপ “একাউন্ট খুলুন মিনিটেই” সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন বিকাশের নাটোর জেলার টেরিটেরি অফিসার মোহাম্মদ সেলিম জাভেদ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার মঞ্জুরুল আহসান, ফাইন্যান্স ম্যানেজার সুমন চক্রবর্তী।
বিডি প্রতিদিন/কালাম