বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা ছাত্র শাখা শনিবার বেলা ১১টায় শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, অ্যাডভোকেট শামসুন্নাহার কাজল, ফিরোজ উদ্দিন ভূইয়া, ফৌজিয়া জলিল ন্যান্সি, আলফাজ উদ্দিন আহমেদ দীপু, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা আবরার ফাহাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব