মানিকগঞ্জে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল, মো. হানিফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাহবুব