চুরি হওয়ার ছয় ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার করেছে নেত্রকোনার খালিয়াজুরী থানার পুলিশ। এ সময় চুরির অভিযোগে সাগর (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে অটোরিকশাটি সাগরের নিজ বাড়ি ছোটহাটি গ্রাম থেকে উদ্ধার করা হয়। আটক সাগর উপজেলা সদর ইউনিয়নের ওই গ্রামের মাস্টার আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পুরাতন মসজিদের কাছ থেকে সদর ইউনিয়নের উত্তরপাড়ার জাসদ মিয়ার অটোরিকশাটি চুরি হয়ে যায়। তাৎক্ষণিক জাসদ মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। উপজেলা থেকে প্রায় ৩/৪ কি.মি. দূরত্বে ছোটহাটি গ্রামে অভিযান পরিচালনার সময় দুপুর দেড়টার দিকে সাগরের নিজ বাড়ি থেকে অটো উদ্ধারসহ তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান খালিয়াজুরি থানার ওসি এটিএম মাহমুদুল হক।
বিডি-প্রতিদিন/মাহবুব