নরসিংদীর শিবপুরে দুই ট্রাকের সংঘর্ষে রাজন ইসলাম (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
ইটাখলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জসীম উদ্দিন বলেন, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো ছিল। রাত তিনটার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক মহাসড়কের পাশে থাকা অপর ট্রাকের পিছনে ধাক্কা দেয় । এতে ট্রাক দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে ও সিলেটগামী ট্রাকের সম্মুখ অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ট্রাকের হেলপার ট্রাকে আটকা পড়ে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক থেকে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ইটাখলা হাইওয়ে পুলিশের ফাঁড়িতে রাখা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/শফিক