চাঁপাইনবাবগঞ্জে ক্ষমতার জোর খাটিয়ে সড়কে পরিবহন শ্রমিকরা জোরপূর্বক চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে সংগঠনের কানসাট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক নাইম হোসেন লিখিত বক্তব্য পাঠকালে অভিযোগ করে বলেন, ট্রাক ভাড়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন একটি বৈধ সংগঠন, যার রেজিস্ট্রেশন রয়েছে এবং সংগঠনটি সরকারি করও পরিশোধ করে। কিন্তু বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়ন ও জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে প্রতি ট্রাক হতে জোরপূর্বক ৩শ' টাকা থেকে ৫শ' টাকা পর্যন্ত আদায় করছে। অন্যদিকে ট্রাক বন্দোবস্তকারী বৈধ সংগঠনটিকে ট্রাক ভাড়া করতে দেয়া হচ্ছে না। এতে করে সংগঠনটির প্রায় ২২শ' শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলন থেকে ট্রাক হতে চাঁদাবাজি বন্দের দাবি জানানো হয়।
এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শ্রী অনন্ত কুমার দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব