ডিমওয়ালা মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ শিকারের দায়ে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে অভিযানে জব্দকৃত ৬ হাজার ৫শ’ মিটার জাল পুড়িয়ে
ধ্বংস এবং ১০০ পিস ইলিশ বিভিন্ন লিল্লাহবোর্ডিং এবং ইতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।
শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুদ হাওলাদার। সে পেশায় একজন জেলে এবং তার বাড়ি সদর উপজেলায়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত এবং নৌ পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন