র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের অভিযানে জেলার নড়িয়া থানাধীন সুরেশ্বর লঞ্চঘাট বাজার থেকে সেকেন্দার ডাকুয়া(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামির কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। আটক সেকেন্দার ডাকুয়াকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক