নেত্রকোনার কলমাকান্দায় কবিরাজের অপচিকিৎসার শিকার হয়েছে ইভা আক্তার শাপলা (১৫) নামে এক কিশোরী। পরে এ ঘটনায় শুক্রবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা কলমাকান্দার সদর ইউনিয়নের কালিহালা গ্রামের সায়েদ আলী কিশোরী মেয়ে ইভা।
স্থানীয়রা জানান, ইভা আক্তার শাপলা হাতে প্রায় ১৬ দিন আগে খোস পাঁচড়া দেখা দিলে তাকে স্থানীয় কবিরাজ মিজান মিয়ার কাছে নিয়ে যান তার পরিবারের লোকজন। কবিরাজ মিজান কিশোরীর হাতে চিকিৎসা শুরু করলে দিন দিন কিশারীর হাতে ঘায়ের সৃষ্টি হতে থাকে। প্রায় ১৬ দিন চিকিৎসার থাকার পর অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে শাপলাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা নেয়া হয়।
শাপলার খালা রিনা বেগম জানান, ১৬ দিন আগে বিছা নামক (এক ধরনের বিষাক্ত পোকা) হাতে লাগে। এরপর থেকে স্থানীয় মিজান কবিরাজ চিকিৎসা করেছেন। কিন্তু হাতের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে এসেছি।
গ্রাম্য কবিরাজ মিজানের বাড়ি একই উপজেলার রংছাতী ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামে। তার মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মেডিকেল অফিসার ডা. মো. আশেক উল্লাহ খান জানান, শাপলার হাতে ইনফেকশন হয়ে গেছে। আমরা রাত থেকেই নিয়মিত ড্রেসিং করছি।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডা. মো. আল মামুন জানান, শুক্রবার রাতে রোগীটি ভর্তি হয়। হাতে ইনফেকশন হয়েছে। আমরা সাথে সাথে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। আগের তুলনায় কিছুটা ভালো। আমাদের সাধ্যমত চিকিৎস্যা দিয়ে যাচ্ছি। আরেকটু দেখে পরে বুঝবো ময়মনসিংহ পাঠাতে হয় কি না। তবে গ্রামের মানুষেরা আরও সচেতন হওয়া উচিত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন