অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাহমান টিয়াখালী খালের তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারের স্থানীয় এবং ভাসমান প্রায় পাঁচশতাধিক ব্যবসায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ধর্মঘট পালন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ দু’টি স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদের পরপরই ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, যে স্থানে ভাসমান ব্যবসায়ীরা পণ্য লোড-আনলোড করতো সেই স্থানে মো. জাকির হোসেন এবং নসা মৃধা দুটি স্থাপনা নির্মাণ করে। এর ফলে বিড়ম্বনার শিকার হয় ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের দাবিতে আধাবেলা ধর্মঘট পালন করে।
বিডি-প্রতিদিন/শফিক