বরিশালের গৌরনদীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দ্বীন ইসলাম তালুকদার (২০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বড়দুলালী গ্রামের ওই গৃহবধূ (১৯) বাদী হয়ে এই ধর্ষণ মামলা দায়ের করেন। দ্বীন ইসলাম ওই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. সগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি কোম্পানির গাড়ি চালক হিসেবে কর্মরত। শ্বাশুড়িকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছে ওই গৃহবধূ। এ সুযোগে প্রতিবেশী দ্বীন ইসলাম গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়।
মামলা দায়েরের পর শনিবার দুপুরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন