নাটোর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় শ্রমিক লীগ। শ্রমিকরাই এদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। এদেশের কৃষক, শ্রমিক, কুলি, মজুর সকলেই মিলে সেদিন দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই শ্রমিকরা এখনও দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
শনিবার দুপুরে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শ্রমিক লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোর জেলা শাখার সভাপতি মঈনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম পিপি, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, শহর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আহমেদ মুকুল ,নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, নাটোর জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক