বুয়েটের আলোচিত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধনে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডি-প্রতিদিন/শফিক