বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান জাতীয় পর্যায়ের একজন প্রতীতযশা সাংবাদিক। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর লেখনি ও বক্তব্য মানুষের বিবেককে নাড়িয়ে দেয়। চলমান দুর্নীতিবিরোধী অভিযানেও সোচ্চার তিনি। যে কারণে দুর্নীতিবাজরা বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
বক্তারা এমন জঘন্য অপপ্রচারের নিন্দা জানান। সেইসাথে অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, হিমাদ্রী শেখর ভদ্র, ঝুনু চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব