বগুড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও রান্না হলো রাস্তা বন্ধ করে দিয়ে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ভাত, আলু ও মাংস রান্না করা হয়। রাস্তার উপরে প্রায় অর্ধশত চুলা করে এই রান্না করা হলেও প্রশাসন থেকে এই কাজ বন্ধে বা নিষেধে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ এবং কয়েক হাজার যানবাহন চলাচল করে। এই চলাচল করতে গিয়ে নাভিশ্বাস উঠে যায় সাধারণ মানুষের। আর মহানান্দে রাস্তা দখল করে ভুড়িভোজ করলো শ্রমিক লীগের নেতাকর্মীরা।
জানা যায়, শনিবার ছিল জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান কেন্দ্র করে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে বগুড়া শহরে আসার প্রধান সড়ক তিনমাথা এলাকা বন্ধ করে দেয়া হয়। বগুড়া শহরের সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে শহরের মানুষগুলো মেডিকেল কলেজ ও হাসপাতাল, তিনমাথা ও চারমাথা বাসস্ট্যান্ড, সরকারি আজিজুল হক কলেজ, বিদ্যুৎ বিভাগের পাওয়ার স্টেশন ও কর্মকর্তাদের অফিস গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান রয়েছে।
এই প্রতিষ্ঠানে যাতায়াতকারিরা শনিবার সকাল থেকে দারুণ দুর্ভোগে পড়ে। সরাসরি চলাচল করতে না পেরে কয়েক কিলোমিটার ঘুরে রোগীরা হাসপাতালে পৌঁছে। আবার এই পথ দিয়ে চলাচলকারিরা নানা দুর্ভোগের শিকার হন।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অর্ধশতাধিক ডেস্কিতে রান্না করা হয়েছে। দুপুরে সেই রাস্তায় বসে খাবার খেয়ে সন্ধ্যায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শ্রমিক লীগ-যুব কমিটির সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজারের নেতৃত্বে সড়কটি দখলে নিয়ে রান্নার কাজ করা হয়েছে। সে জেলা শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের ছেলে।
রাস্তায় তোরণ নির্মাণ করে ডিভাইডারের মাঝখানে কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনমাথা এলাকায় ওই রাস্তার মাঝখানে চুলা জ্বালিয়ে ৮৩টি ডেস্কিতে রান্নাবান্না করা হয়েছে ৮ হাজার মানুষের জন্য। খাবার খাওয়ার পর উচ্ছিষ্ট ও ময়লা অবর্জনা রাস্তার পাশে, কোথাও আবার উপরে ফেলে রাখা হয়েছে।
বগুড়া জেলা শ্রমিক লীগ-যুব কমিটির সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার জানান, ভোর থেকে রান্না করা হচ্ছে। ৮ হাজার মানুষের রান্না করা হয়েছে। রাস্তার উপর আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভা ও ডিসি অফিসে দরখাস্ত দেয়া আছে। অনুমতি পাওয়া গেছে কিনা জানতে তিনি প্রসঙ্গ পরিবর্তন করে এড়িয়ে যান। তিনি দাবি করেন এই পথে চলতে কারো অসুবিধা হয়নি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সাতমাথা থেকে তিনমাথা সড়কে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে। গত বছরও হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন