নোয়াখালী চৌরাস্তায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, চৌরাস্তা গোল চত্বরে রাস্তার কাজের কারণে জ্যাম লেগে থাকে। এ সময় বৃদ্ধ লোক রাস্তা পারাপারের সময় বিপরীত দিকে থেকে বেপোরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নোয়াখালী বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তাই লাশটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক