দিনাজপুরের পার্বতীপুরে ভীমরুলের কামড়ে আরাফাত হোসেন ও নিশাত হোসেন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা একে অপরের চাচাতো ভাই। শনিবার ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে নানার বাড়ি মফিজের ডাঙ্গা গ্রামে যাওয়ার সময় ভীমরুল ওই দুই শিশুকে কামড় দেয়। নিহত আরাফাত হোসেন (৬) পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের রাঘগবিন্দপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং নিশাত হোসেন (৫) একই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
হামিদপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক