ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিউর রহমান সাকির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার পোনাবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বারেক হাওলাদারে কাছে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিউর রহমান সাকি ৫ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি সদস্য আব্দুল বারেক হাওলাদার জানান, কয়েক দিন ধরে তার ওয়ার্ডের কিছু বাসিন্দা ড্রেজার দিয়ে বালু ফেলে তাদের নিচু জমি ভরাট করছিল। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পদক সাকিউর রহমান সাকির ধারণা ছিল ড্রেজার দিয়ে বালু ফেলার সাথে ইউপি সদস্য আব্দুল বারেক হাওলাদার জড়িত। তাই তিনি আব্দুল বারেক হাওলাদারে কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।
ইউপি সদস্য আব্দুল বারেক হাওলাদার আরো জানান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পদক সাকিউর রহমান সাকিকে আমি জানিয়েছে যে, আমি বালু ফেলানোর সাথে জড়িত নয়। এরপরেও সাকি বলেন নেতার অর্ডার রয়েছে- পোনাবালিয়া ইউনিয়নে কিছু করতে হলে ছাত্রলীগকে ভাগ দিতে হবে। ছাত্রলীগকে ভাগ না দিয়ে কিছু করা যাবে না। এ ঘটনার পরে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে পোনাবালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পদক সাকিউর রহমান সাকি বলেন,‘ ইউপি সদস্য আব্দুল বারেক হাওলাদার ওই এলাকার নিরীহ জনগণকে জিম্মি করে বেশি দরে বালু ফেলছিল। এমনকি নাঈম নামের একজন ড্রেজার ব্যবসায়ীকে ক্লাবের জমিতে ২ ড্রেজার বালু ফেলতে বলে। আমি ইউপি সদস্য আব্দুল বারেক হাওলাদারের কাছে চাঁদা চাইব কেন। আমি চাঁদা চাইলে ড্রেজার মালিকের কাছেই চাইতে পারি। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমার নামে মিথ্যা ছড়াচ্ছে।
পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মজিবুর রহমান বলেন,‘ আমাদের এলাকায় দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে আমরা প্রশ্রয় দিব না। আমরা এর প্রতিবাদ করব।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, ‘ আমরা অভিযোগের সত্যতা পেলে সাথে সাথে পেনাবালিয়া ইউনিয়নে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দিব।
বিডি প্রতিদিন/এ মজুমদার