কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যার পর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকার পদ্মা নদী থেকে ওই ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করা হয়।
মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর জানান, পদ্মা নদীতে গায়ে গেঞ্জি ও পরনে হাফপ্যান্ট অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। লাশটি পদ্মা নদীতে বন্যার পানির সাথে ভারত থেকে ভেসে আসতে পারে বলে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর ধারণা।
বিডি প্রতিদিন/ফারজানা