সাভারের আশুলিয়ায় দুটি ফ্ল্যাট বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই দুটি ফ্ল্যাটের সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। ডাকাতের হামলার ৫ জন আহত হয়।
রবিবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকা এ ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় ভোর রাতে টংগাবাড়ি এলাকার সোলেমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুধাবী প্রবাসী আল মামুন ও স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের দুটি ফ্ল্যাট বাসার দরজা ভেঙে ৮/১০ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা মামুনের স্ত্রী দুলালী আক্তার, পরিবারের সদস্য দেলোয়ার হোসেন, ও যুবায়ের হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ওয়্যারড্রব ভেঙ্গে লুটপাট করে। পরে তারা পাশের ফ্ল্যাটের ব্যবসায়ী আমির হোসেনের ফ্ল্যাটে প্রবেশ করে। আমিরের স্ত্রী পারুল আক্তারসহ পরিবারের সবাইকে জিম্মি করে লুটপাটের পর পালিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসী তাদেরকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়ার খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্য ওসি শেখ রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা