চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে জোহরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে।
নিহত জোহরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। শনিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম নিহত হন।
পরে তার সাথীরা জোহরুলের লাশ উদ্ধর করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পরিবারের লোকজন গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশ দাফন করে।
এ ব্যাপারে ৫৩ বিজিরি অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাইস্কুলের এক শিক্ষক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল