১৯ অক্টোবর, ২০১৯ ১৫:১৮

কলমাকান্দায় ঝুঁকিপূর্ণ কালভার্ট নিয়ে আতঙ্কিত এলাকাবাসী

নেত্রকোনা প্রতিনিধি:

কলমাকান্দায় ঝুঁকিপূর্ণ কালভার্ট নিয়ে আতঙ্কিত এলাকাবাসী

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত ইউনিয়ন রংছাতি-কৃষ্ণপুর সড়কের একটি বক্স কালভার্ট দীর্ঘদিন ধরে ধ্বসে পড়ে আছে। প্রতিনিয়ত এলাকাবসাী ঝুঁকি নিয়ে পার হচ্ছেন খালটি। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় নয় বছর ধরে কালভার্টের এ অবস্থা থাকলেও এ পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষে। 

স্থানীয়রা জানান, ২০০৪ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংছাতি-কৃষ্ণপুর সড়কে একটি বক্স কালভার্ট নির্মাণ করেন। সেবছরই বন্যার পানিতে কালভার্টটি ধ্বসে পড়ে। এতে করে ওই অঞ্চলের রায়পুর, বিশাউতি, কৃষ্ণপুর, বুড়িমারি, বানাইকোনা, নতুন বাজারসহ ১২টি গ্রামের লোকজন চলাচল করতে চরম দুর্ভোগে পড়েছেন।  

স্থানীয় ইউপি সদস্য আক্কাছ আলী জানান, নতুন করে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনসহ চিকিৎসা সেবা প্রাপ্তি সহজতর হবে। পাশাপাশি অসুস্থ রোগীদের কষ্ট কমে আসবে। 

কলমাকান্দা উপজেলা প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে ওই সড়ক সংস্কারসহ একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি অতিদ্রুত এই সমস্যার সমাধান হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর