১৯ অক্টোবর, ২০১৯ ১৬:০১

বরিশালে জাতীয় মুখবধিরদের মানববন্ধনে বিভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জাতীয় মুখবধিরদের মানববন্ধনে বিভিন্ন দাবি

র‌্যালি এবং মানববন্ধনের মধ্য দিয়ে বরিশালে জাতীয় মুখবধির দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় নগরীর ভাটিখানা বরিশাল মুখবধির সংঘের চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। 

বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালিটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে। জাতীয় মুখবধির সংস্থা বরিশালের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিপ্তরেরর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম। 

সংগঠনের জেলা কমিটির প্রচার সম্পাদক নওশাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আজিম হোসেন ও সাধারন সম্পাদক আবু সুফিয়ান সহ অন্যান্যরা। 

মানববন্ধনে বক্তারা সামাজিক টেকসই উন্নয়নের অংশিদার বধিরদের উপযুক্ত কর্মসংস্থান,, বধিরদের ভাতা প্রদান, পরিত্যক্ত জমি চুক্তির মাধ্যমে বধিরদের লিজ দিয়ে আত্মকর্মসংস্থান সৃস্টি, সিটি করপোরেশন সহ বিভিন্ন স্থানে চাকুরী প্রদান, বধিরদের জন্য সরকারি স্কুল প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মতো মুখবধিরদের অগ্রাধিকার দেয়ার দাবি জানান।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর