১৯ অক্টোবর, ২০১৯ ১৬:১৪

মোরেলগঞ্জ পৌর শ্রমিকলীগ সভাপতিকে বহিষ্কার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জ পৌর শ্রমিকলীগ সভাপতিকে বহিষ্কার

জাতীয় শ্রমিকলীগ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মো. কালাম খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক দলীয় প্যাডে এ বহিষ্কারাদেশ দেন। 

এ প্রসংঙ্গে জেলা সভাপতি রেজাউর রহমান মন্টু শনিবার মোবাইল ফোনে বলেন, কালাম খানের বিরুদ্ধে অনেক আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। তখন সে মুচলেকা দিলে তাকে সুযোগ দেওয়া হয়। পরে আবারও ধারাবাহিকভাবে একই অপরাধ করায় বুধবার লিখিত নোটিশে তাকে মোরেলগঞ্জ পৌর শ্রমিকলীগের সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে কালাম খান বলেন, ‘আমি দলের জন্য নিবেদিত। দু’টি নাশকতা মামলার সাক্ষী। আমি কোনো অপরাধ কারিনি। পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার পক্ষে কথা বলছে। আশা কারি জেলা নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন’।

এ বিষয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন বাদশা বলেন, কালাম খান মোরেলগঞ্জের স্থায়ী বাসিন্দা নন। ২০১৭ সালে সে কোনো এক নেতার মাধ্যমে দলে প্রবেশ করে। পরে পৌর শ্রমিকলীগের সভাপতি হয়। এখন সে দলের কেউ নয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর