১৯ অক্টোবর, ২০১৯ ১৮:০৫

নেত্রকোনায় গ্রামীণ পর্যায়ে গণশুনানি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় গ্রামীণ পর্যায়ে গণশুনানি

নেত্রকোনায় বাল্যবিবাহ, যৌতুক, লিঙ্গভিত্তিক পারিবারিক সহিংসতা ও নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মানবাধিকার নারী সমাজের সভাপতি মাজেদা আক্তারের বাড়ির উঠোনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। 

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই গণশুনানির আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রতিনিধি ও আইনজীবীরা শুনানি গ্রহণ করেন।  

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনির সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলুয়ারা খানম, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)  নাজমুল হাসান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, ইউনিয়ন নারী সমাজের সভাপতি কহিনুর বেগম, প্রোগ্রাম অফিসার তাপস সরকার ও ইউ এফ আব্দুল খালেক।

কাঞ্চনপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ গণশুনানিতে অংশ নিয়ে সমস্যাগুলো তুলে ধরেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর