১৯ অক্টোবর, ২০১৯ ১৯:১১

সিরাজগঞ্জে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের রেজাউল করিম নামে এক ব্যক্তির বাড়ির গাছ থেকে দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা অজগরটি উদ্ধার করেন। পরে অজগরটি সিরাজগঞ্জ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, অজগরটি দেখতে স্থানীয় লোকজন ভীড় জমায়।  

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, চরনবীপুর গ্রামের রেজাউল করিমের বাড়ির একটি গাছের ডালে অজগরটি দেখে স্থানীয়রা তাদের সংবাদ দেয়। সংবাদ পেয়ে ওই বাড়িতে যাওয়া হয়। একপর্যায়ে গাছে ওঠে গাছের ডালটি কেটে ফেলার পর ডালসহ অজগরটি জালের মধ্যে বন্দী করা হয়। পরে রাজশাহী বণ্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষনের বিভাগীয় পরিদর্শক জাহাঙ্গীরকে অবগত করা হয়। তার পরামর্শ মোতাবেক সিরাজগঞ্জ বণ্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষন অফিসার হৃষীকেস চন্দ্ররায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অজগরটিকে বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর