১৯ অক্টোবর, ২০১৯ ১৯:১৬

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৬০জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অধিনে কুমারখালী গ্রামে স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান খান ওরফে নয়নের সাথে ঘারুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তারা মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার বিকালে গ্রামের মাদ্রাসার মাঠে গ্রামের কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে বচসা ও  হাতাহাতির ঘটনা ঘটে।  এ ঘটনার জের ধরে শনিবার সকাল ৬টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাপিয়ে পড়ে। এ সংঘর্ষে দুই পক্ষের ৬০জন আহত হন। পরে ভাঙ্গাথানার পুলিশ ঘটনাস্থলে এলে সংঘর্ষে লিপ্ত ব্যাক্তিরা পালিয়ে যায়। আহত ৬০ জনের মধ্যে ৩৭ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গুরুতর আহত ৮জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নিখিল অধিকারী জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর