১৯ অক্টোবর, ২০১৯ ১৯:২০

সাতক্ষীরায় মানব পাচার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মানব পাচার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

তুহিনুর রহমান তুহি

সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে সদ্য বহিস্কৃত ও সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্স পার্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিল। গত ৭ অক্টোবর সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জন্ম নিয়ন্ত্রক ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের তাকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর