এপার বাংলা-ওপার বাংলার দুই বাংলার হাজারও মানুষের ঢল নেমেছে লালমনিরহাটের পাটগ্রামের বাউরা সীমান্তের ৮০৪ নং মেইন কাছে ও ভারতের সীমা খুুকী কালীবাড়ী বিওপি ক্যাম্প সীমান্তে। প্রায় ২ কিলোমিটার জুড়ে দুই বাংলার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
সোমবার সকাল ১০ টা থেকে দুই দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসে জড়ো হয় সীমান্তে। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকায় একে অপরের সঙ্গে মিলিত হবার এ সুযোগ হাত ছাড়া করতে চায় না কেউ। কালীপূজায় উপলক্ষে প্রতি বছর দুই দেশের স্বজনদের মিলন মেলায় পরিণত হয় এই সীমান্তে।
সরেজমিনে দেখা যায়, সীমান্তের ওপারে সানিয়াজান নদীর হাটু পানি পেরিয়ে নারী ও পুরুষ ছুটছে কাঁটাতারের বেড়ার দিকে। সীমান্তে অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছেন। দুই বাংলার মানুষ একত্রে হতে পেরে সবাই অনেক খুশি। বহুদিন পরে আত্মীয়স্বজনে দেখা পেয়ে অনেকে আনন্দে অশ্রু সংবরণ করতে পারেনি।
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল বসুনিয়া জানান, প্রতিবছর কালীপূজায় দুই দেশের মানুষ কাঁটাতারের বেড়ার পাশে জড়ো হয়ে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃপক্ষ সামান্য ওই সময়ের মিলন মেলার সুযোগ দেন। এই সুযোগ যেন প্রতি বছর থাকে। এই জনপ্রতিনিধি মনে করেন, দুই দেশের লাখো হত দরিদ্র রয়েছে যারা পাসপোর্ট করে স্বজনদের দেখতে যেতে ও আসতে পারে না। তাই প্রতি বছর বিশেষ এই দিনে এই মিলন মেলা হলে উপকৃত হবে দুই বাংলার অসহায় ও হতদরিদ্র মানুষগুলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন