ব্রাহ্মণবাড়িয়ায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে মধন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মৃত মধন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার রাত ১০টার মধন মিয়া বুকে ব্যাথ্যা নিয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকায় রেফার করেন।
একথা শুনে অসুস্থ মধন মিয়া চিকিৎসককে জানান, রামরাইল বাজারের ফার্মেসী থেকে যৌন উত্তেজক ওষুধ ইউনানী সিরাপ খেয়েছি। তারপর থেকেই আমার বুক ব্যথা হয়। প্রায় ১৫মিনিট পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসক ডাঃ এম এ এহসান বলেন, তার আগে থেকেই হার্ট অ্যাটাক ছিল। তবে সে অতিরিক্ত যৌন উত্তেজক ঔষধ সেবন করায় তার হার্টে আবার বড় ধরনে অ্যাটাক হওয়ায় সে মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ