রাঙামাটির সুবলং বাজারে সশস্ত্র সন্ত্রাসীদের ছোড়া অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। শনিবার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাজার থেকে বোমা বিশেষজ্ঞ একটি বিশেষ দল গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাঙামাটি জেলার বরকল উপজেলায় সুবলং বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ গ্রেনেড হামলা করে। তবে ভাগ্যক্রমে গ্রেনেটটি বিস্ফোরণ না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে গ্রেনেডটি ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করে নিরাপত্তাবাহিনী। সারারাত পাহাড়ে থাকার পর সকালে বোমা বিশেষজ্ঞ একটি বিশেষ দল এসে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, সশস্ত্র সন্ত্রাসীদের নিক্ষেপ করা অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো নাশকতার ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত যৌথবাহিনী নিয়োজিত রয়েছে।
অন্যদিকে, রাঙামাটি সুবলং বাজারে গ্রেনেড হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ। শনিবার দেড়টার দিকে গণমাধ্যমকে দেওয়া পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদে দফতর সম্পাদক মিলন কুসুম তঞ্চঙ্গ্যা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
পাহাড়ী ছাত্র পরিষদ দফতর সম্পাদক মিলন কুসুম তঞ্চঙ্গ্যা বিবৃতিতে বলেন, গত শুক্রবার রাঙামাটি জেলার বরকল উপজেলায় সুবলং বাজারে গ্রেনেড হামলার ঘটনায় পাহাড়ী ছাত্র পরিষদকে জড়িত করে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। তাই পাহাড়ী ছাত্র পরিষদ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, পাহাড়ী ছাত্র পরিষদকে জড়িত করে প্রকাশিত সংবাদ সব মিথ্যা ও ভিত্তিহীন। পাহাড়ী ছাত্র পরিষদের এ ধরনের কোনো সশস্ত্র গ্রুপও নেই এবং এ ধরনের সশস্ত্র তৎপরতার সাথেও জড়িত নয়। পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে চালিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্যে এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে এই ঐতিহ্যবাহী সংগঠনের বিরুদ্ধে কিছু স্বার্থন্বেষী মহলের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম