৮ নভেম্বর, ২০১৯ ২১:১৪

নোয়াখালীতে বর যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বর যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১২

নোয়াখালীর সুবর্ণচরে বর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার (৮নভেম্বর) রাত ৭টার দিকে সুবর্ণচরের চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা চরজব্বার হসেপাতালে চিকিৎসাধিন। 

এদিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ করছে। নিমজ্জিত বাসটি পুকুরপাড়ে তুলে তাতে তল্লাসি চালিয়ে কোন লোককে মৃত পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

ফায়ার সাভিস ও  পুলিশ জানায়, বিয়ের যাত্রীবাহি বাসটি হাতিয়া উপজেলার টাংকির খাল এলাকা থেকে ৪০/৪৫ জন বরযাত্রী নিয়ে সুবর্নচর এলাকার চরওয়াপদা এলাকার থানারহাটে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাসেরহাট রাস্তার মাথায় পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক ১২ থেকে ১৪ জন যাত্রীকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লোখা পর্যন্ত এ দুর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর