‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও’ স্লোগান নিয়ে বরিশালে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূলীয় জলবায়ু আন্দোলন কমিটি।
সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
জলবায়ু আন্দোলন সংগঠক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী, উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, শুভংকর চক্রবর্তী, সোহানুর রহমান সোহান ও সৈয়দা মাহফুজা মিষ্টি প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা দাবি করেন।
বিডি প্রতিদিন/কালাম