জাতীয় আয়কর দিবসে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে কর অঞ্চল বগুড়া।
সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও কর কমিশনার স্বপন কুমার রায়।
কর প্রদানে স্বতস্ফুর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন, আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি শ্লোগানে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, কর প্রদানে ভীতি দূর করে সবাইকে কর দেয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে। সেক্ষেত্রে কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে যাতে করে মানুষ সহজেই কর দিতে পারে। যারা কর প্রদান করছে না তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কর কর্মকর্তারা তাদের কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে।
কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি ও জেলায় টানা ৯ম বার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাসুদুর রহমান মিলন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) হাবিবুর রহমান, ট্যাক্সেস ল’ ইয়ার্স এসোসিয়েশন সভাপতি এড. আব্দুল হামিদ।
এসময় কর অঞ্চল বগুড়ার অধিনে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার কর্মকর্তারা ও সম্মানিত করদাতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন