মানিকগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা দুইটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। আজ বুধবার সকালে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্টেট কাজী তানজিদ আহম্মেদের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে এই ইটভাটা ২টি বন্ধ করে গুড়িয়ে দেয়া হয়।
এ সয়য় গুড়িয়ে দেয়া ওই দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. খালেদ হোসেন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহম্মেদ বলেন, হাইকোর্টের নির্দেশ মতে ঢাকার নিকটবর্তী সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বায়ু দুষণের জন্য ইটভাটা বেশি দায়ী।
এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম