দিনাজপুরের নবাবগঞ্জে খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া আকতার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে বাবা সোলাইমান আলী (৩০) ও মা রুলি বেগম (২৫) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কোন খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা জানা যায়নি।
গতকাল মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউপির কাদিরাপাড়া (হঠাৎপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার সকালে সুমাইয়া ও তার বাবা সোলাইমান এবং মা রুলি বেগম সকালের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পরে তাদেরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোলায়মান হোসেন মেহেদি জানান, মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান বিষয়টি তিনি অবগত আছেন। আজ বুধবার লাশ ময়না তদন্ত করা হয়, রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক