নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে চারজন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহসড়কের শিবপুর উপজেলার খলাপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জুনায়েদ আহামেদ সিদ্দিক (৪৫) ঢাকার স্বামীবাগ এলাকার সুলতানুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক ও নারায়নগঞ্জ তারাব রূপসী এলাকার রহমানিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব বলে জানা গেছে। আহত অবস্থায় আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মুসা মিয়ার তিন ছেলে আরাফাত (৩২), ডালিম (৩৫), ফোরকান (২৮) ও নরসিংদীর তরোয়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে রাহাত (২৭)। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই মোয়াজ্জেম বলেন, সকাল ৭টায় সিলেটগামী একটি মাইক্রোবাস ঢাকাগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহত হয় অন্তত ৪ জন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বেপরোয়া গতি ও ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক