সিরাজগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। বুধবার সকালে শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গাজী মির্জা ফারুক, সাবেক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আকতারুজ্জামান, জেলা বাসদের আহ্বায়ক কমরেড নবকুমার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, স্মার্ট প্রি-পেইড মিটার চালু, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। তাছাড়া বড় ধরনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম