বাগেরহাটের রামপালে দুই দিনব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে মেলা উপলক্ষে সফল প্রকল্পের আয়োজনে রামপাল উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে মেলা প্রঙ্গনে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণা রাণী মণ্ডল প্রমুখ।
মেলায় উপজেলা পর্যায়ের সরকারী-বেসরকারী সংস্থ্যার কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক, প্রকল্পের উপকারভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী এই মেলায় ২৪টি স্টল সাজানো হয়েছে। তাছাড়া পুষ্টি বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষেশজ্ঞ চিকিসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাহবুব