কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দেড় লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. আইয়ুব (২৫)।
বুধবার দুপুরে দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদ সম্মেলনে বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটলিয়ানের একটি বিশেষ টহলদল ঐ এলাকায় অভিযানে চালায়। এসময় তিনজন ব্যক্তি দুুুইটি বস্তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে দু'জনকে আটক করা হয়। অপরজন পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক