বিভিন্ন ক্ষেত্রে অবদানে ছয় গুণী ব্যক্তিকে সম্মাননা দিচ্ছেন ভাঙ্গার তারেক মাসুদ ফাউন্ডেশন। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন, মুক্তিযোদ্ধা ও ভাঙ্গার আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ ওয়াদুদ, ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন।
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৩তম জন্মদিন উপলক্ষে ভাঙ্গার তারেক মাসুদ ফাউন্ডেশন আজ শুক্রবার বিকালে ভাঙ্গা উপজেলার নূরপুর মহল্লায় তারেক মাসুদের গ্রামের বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ছয় গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করবেন। এছাড়া এ অনুষ্ঠানে খ্যাতিমান লেখকদের নিয়ে ‘নির্বাচিত তারেক মাসুদ সংখ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
তারেক মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাঈদ মাসুদ জানান, অনুষ্ঠানের উদ্বোধন করবেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোসায়েদ হোসেন ঢালী।
বিডি প্রতিদিন/ফারজানা