ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
শেরপুর জেলা পুলিশের আয়োজনে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।
সংবর্ধিত অতিথি ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মক্ষেত্রে আমার আচরণে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন সেজন্য সকলকে নিজগুণে ক্ষমা করার জন্য অনুরোধ জানান।
এসময় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন