১৩ ডিসেম্বর, ২০১৯ ১৯:১১

শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

‘বৈচিত্র বহুত্বের ঐক্যতানে, এসো মিলি একপ্রাণে’-এ স্লোগানে প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটি বৃহস্পতিবার রাতে শহরের নবীনগর এলাকায় প্রথমবারের মতো ভিন্নধর্মী এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। 

জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

উৎসবে জেলার গারো, হদি, হরিজন, তৃতীয় লিঙ্গ হিজড়াসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতির উপর গান, নাচ ও নাটিকা পরিবেশন করেন। পরে উদীচী জেলা সংসদের নাট্যশিল্পীরা ‘জনৈকের মহাপ্রয়াণ’ নাটক মঞ্চস্থ করেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর