১৩ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩২

বরিশালের বারে অবৈধভাবে মদ পানের দায়ে ৬৩ জনের জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বারে অবৈধভাবে মদ পানের দায়ে ৬৩ জনের জেল জরিমানা

বরিশাল নগরীর সদর রোডের এরিনা হোটেলের বারে অভিযান চালিয়ে ৬৩ জনকে আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, এরিনা বারে অবৈধভাবে মদ পানের দায়ে ৬৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত সকলকে সর্বনিম্ন ৪দিন থেকে সর্বোচ্চ ১৫দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা, অনদায়ে ১ থেকে সর্বোচ্চ ৪ দিন করে কারাদণ্ড দেয়া হয়। 

দণ্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, এরিনা বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও লাইসেন্সবিহীন বা অনুমোদন বিহীন কারোর কাছে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। লাইসেন্সবিহীন মদ পান করছিলো দণ্ডপ্রাপ্তরা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর